আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ মে: নরেন্দ্র মোদী নিজেকে চা বিক্রেতা হিসেবে দাবি করেন। আর তার দলেরই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃ প্রণত টুডু বুধবার সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে চায়ের দোকানে চা তৈরি করে খাওয়ালেন উপস্থিত সকলকে।
ডঃ প্রণত টুডু পেশায় চিকিৎসক। ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। বিজেপির হয়ে ভোটে লড়াই করার জন্য চাকরি ছেড়েছেন তিনি। রাজনৈতিক ময়দানে নতুন হলেও জোর কদমে লোকসভা কেন্দ্রের কোণায় কোণায় প্রচার চালাচ্ছেন তিনি। আর এদিন প্রচারে বেরিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করে চা বানিয়ে উপস্থিত সকলকে চা খাওয়ালেন ডঃ প্রণত টুডু।
তারপর চা দোকান থেকে বেরিয়ে ঝাড়গ্রামের সবজি মার্কেটে বাড়ির জন্য সবজি কেনাকাটা করেন তিনি। সবজি কেনাকাটার পর শহরের শিব মন্দির মোড়ে একটি পেপারের স্টল থেকে বেশ কয়েকটি সংবাদপত্র কেনেন।
ডঃ প্রণত টুডুর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশীষ কুন্ডু সহ অন্যান্য নেতারা।