Dev, TMC, BJP, “বিজেপি প্রার্থী উঠেপড়ে লেগেছে কেশপুরে সন্ত্রাস করে ভোটে জিততে,” সাংগঠনিক বৈঠকের পর বললেন দেব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ম:
দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে দলের কর্মীদের নিয়ে ভোটের রণকৌশল ঠিক করতে বিশেষ বৈঠক তৃণমূলের। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পদাধিকারীদের নিয়ে কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলে পাঁচখুরি ক্রিয়েটিভ টাওয়ারে এক বিশেষ সংগঠনের বৈঠকে আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ ৭টি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ও ব্লকের সভাপতিরা। বৈঠকে ভোটের আগে কিভাবে রণকৌশল সাজিয়ে ভোট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আনা যয় সেই নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেশপুরের ভোটের উপর বিশেষ নজরদারি দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী বলেন, কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ঘাটাল লোকসভায় যেভাব তৃণমূল সরকার উন্নয়ন করেছে, তাতে আমরা জিতবই।

তবে অন্যদিকে বিরোধী প্রার্থী হিরণের প্রশ্ন প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি যেভাবে হোক ঘাটালে জিততে চাইছে। তাইজন্য ছেলেটা পুলিশকেও উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। বিজেপি প্রার্থী এবং তার দল কেশপুরে একটা কোনো কিছু গন্ডগোল বাধিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে জিততে চাইছে। পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে। দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি, কোনভাবেই তা নষ্ট করতে দেব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *