আমাদের ভারত, নদিয়া, ৮ মে: সোমবার রাতে নবদ্বীপ শহরের জনবহুল এলাকা রাধাবাজারে একটি রেডিমেড পোশাকের দোকানে তালা ভেঙ্গে, সিসিটিভি ক্যামেরা খুলে দিয়ে নগদ বেশ কয়েক হাজার টাকা এবং দোকানে রাখা প্রচুর পোশাক চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দোকানের মালিক সুদীপ সাহা দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা এবং ক্যাশ বাক্স লন্ডভন্ড।
ওই ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই সরেজমিনে তদন্তে আসে নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, জনবহুল রাধাবাজার এলাকায় রাত বাড়তেই প্রতিদিন বহু বহিরাগতদের আনাগোনা শুরু হয়ে যায়,তাদের অনুমান এই চুরির ঘটনায় সেইসব বহিরাগতদের হাত থাকলেও থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।