Modi, Amit Shah, Rabindranath, কবিগুরুকে স্মরণ মোদী ও অমিত শাহ’র

আমাদের ভারত, ৮ মে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে ভিডিও-সহ বাংলা ও ইংরেজিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা ও প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে প্রাণিত ও আলোকিত করতে থাকবে।”

প্রসঙ্গত, বাঙালি যতদিন থাকবে ততদিন থেকে যাবে ২৫ বৈশাখ। ওই দিন জাতির ‘ঠাকুরে’র জন্মদিন। ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোয় ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান।

অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালজয়ী রচনার মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন শক্তির সঞ্চারই করেননি বরং তাঁর দৃঢ় চিন্তা দিয়ে দেশের সংস্কৃতি ও সাম্যকেও আলোকিত করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে উচ্চশিক্ষার আলো প্রজ্জ্বলন করেছিলেন।

মহান চিন্তাবিদ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, তাঁর জন্মজয়ন্তীতে জানাই শত কোটি প্রণাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *