সায়ন ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি: থানায় অভিযোগ জানাতে গেলে বিজেপি নেতাকে মারধর করে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। এর প্রতিবাদে সন্ধ্যে সাড়ে ছটা নাগদা উত্তর ২৪ পরগণার গাইঘাটার চাঁদ পাড়া বাজারে যশোর রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের দাবি, প্রিয় নেতা আশিস বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ছাড়তে হবে। যতক্ষণ তাদের নেতাকে না ছাড়বে ততক্ষণ অবরোধ চলবে বলে হুমকি দেয় অবরোধকারীরা।
স্থানীয় সূত্রের খবর, এদিন গাইঘাটার নকপুল এলাকায় জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থদের একটি ঝামেলা বাঁধে। সেই ঘটনায় বিজেপি সমর্থকদের তিন জনকে পুলিশ গ্রেফতার করে। নকপুলের ঘটনায় গ্রেফতার হওয়া কর্মীদের নিয়ে বিজেপির গোবরডাঙ্গার শহর বিজেপি সভাপতি
আশিস বন্দ্যোপাধ্যায় গোবরডাঙ্গা থানায় কথা বলতে গেলে গোবরডাঙ্গা থানার পুলিশ আশিস বন্দ্যোপাধ্যায়কে থানার মধ্যে মারধর করে গ্রেফতার করে। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যায় গাইঘাটা থানারচাঁদপাড়ার বাজারে যশোর রোড অবরোধকরে বিজেপি। তাঁদের দাবি অবিলম্বে আশিস বন্দ্যোপাধ্যায়কে বেকসুর
খালাস না করলে তদের অবরোধ চলবে। ঘটনা স্থলে গাইঘাটা থানার পুলিশ।