আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জানুয়ারি: নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগের অভিযুক্ত কাকার আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্ট। এই মামলায় মোট আটজনের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হয়।জলপাইগুড়ির ধূপগুড়ি থানা এলাকার ঘটনা।
৬ এপ্রিল ২০২১ সালে অভিযুক্তর দাদা ধূপগুড়ি থানায় অভিযোগ জানায়। অভিযোগ ওঠে, অভিযোগকারীর ভাই বাড়িতেই ভাইঝিকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করে আসছিল। পরবর্তীতে ওই নাবালিকা গর্ভবতী হয়। এরপরেই পরিবারের চাপে ওই নাবালিকা সব ঘটনা পরিবারকে জানায়। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ বুধবার জেলা আদালতের বিশেষ পকসো আদালতের বিচারক রিন্টু সুর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে জানালেন বিশেষ সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত।
তিনি বলেন, “নাবালিকার শারীরিক পরিবর্তন দেখে পরিবার স্থানীয় ল্যাবে পরীক্ষা করার পরেই নিশ্চিত হয়েছিল সে গর্ভবতী। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্যের পরামর্শে ওই পরিবার থানায় অভিযোগ জানিয়েছিল। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্তকে। নাবালিকাকে চার লক্ষ টাকা লিগ্যাল সার্ভিস অথরিটির থেকে দিতে বলেছেন বিচারক।”