আমাদের ভারত, ২২ জানুয়ারি: দৈনিক সংবাদপত্রে প্রথম পৃষ্ঠায় রাজ্য সরকারের একটি বিজ্ঞাপনের ছবি যুক্ত করে সামাজিক মাধ্যমে ‘দিদিমার ভাঁড়ামি’ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বিজ্ঞাপনে স্বর্ণশিল্প ও ইস্পাতশিল্পর দুটি বড় ছবির মাঝে লেখা, ‘সোনা কিংবা ইস্পাত বাংলা মানে দৃঢ়তা’। বুধবার তথাগতবাবু এক্সবার্তায় প্রশ্ন তুলেছেন, “বিজ্ঞাপনটা ছাপাতে কত খরচ হয়েছে?
কিছু প্রশ্ন :
আগেকার প্রতিশ্রুতিগুলোর কি অবস্থা?
যেমন, সৌরভের ইস্পাত কারখানা বা আদানির গভীর সমুদ্রে বন্দর?
সাধারণ মানুষের টাকায় দিদিমার এই ভাঁড়ামি আর কতদিন চলবে?
এই তোলাবাজ-ক্যাওড়ার রাজ্যে কে টাকা ঢালবে?”