আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জানুয়ারি: প্রায় সাত বছর আগে স্যালাইন সরবরাহকারী এক বেসরকারি সংস্থাকে বাতিল করেছিল বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। আর সেই সংস্থার থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর স্যালাইন নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এর জেরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিশু থেকে প্রসূতি মায়েরা অসুস্থ হচ্ছেন৷ বুধবার এই অভিযোগ তুলে আন্দোলনে নামল সিপিএমের নেতা কর্মীরা।
এদিন মিছিল করে এসে জেলা স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ভবন ঘেরাও করে আন্দোলনে নামলেন তারা। অভিযুক্তদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন সিপিএম নেতা শুভাশিস সরকার। তিনি বলেন, “এই ঘটনার জন্য দায় স্বীকার করে স্বাস্থ্য মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। হাসপাতাল থেকে স্যালাইন কিনে আনতে বলা হচ্ছে। আসলে হাসপাতালকে বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক শিশু ও প্রসূতির অবস্থা আশঙ্কাজনক রয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।”