আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ আগস্ট: জলপাইগুড়ি- হলদিবাড়ি সরকারি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ির শান্তি পাড়া ডিপো। যানজট এড়াতে শহরের উপর দিয়ে ব্যস্ত সময়ে বাস চালানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই কারণে ঘুরপথে মোহিতনগর ৭৩ মোড় হয়ে বাড়তি ছয় কিলোমিটার বেশি যাতায়াত করছে বাস। আগে জলপাইগুড়ি থেকে ২৬ কিলোমিটার যাত্রাপথ ছিল হলদিবাড়ির, ভাড়া ছিল ২৪ টাকা। এখন বেড়ে হয়েছে ৩২ কিলোমিটার। এই কারণে ভাড়া ২৮ টাকা করা হয়েছে বলে জানালেন এনবিএসটি’র চেয়ারম্যান পার্থ প্রতীম রায়।
বৃহস্পতিবার তিনি জলপাইগুড়ি ডিপো পরিদর্শন করেন। যাত্রী ও ডিপোর কর্মীদের সঙ্গে কথা বললেন তিনি। চেয়ারম্যান বলেন, “২৬ অগস্ট থেকে জলপাইগুড়ি- হলদিবাড়ি যাত্রী ভাড়া মোহিত নগর, ৭৩ মোড় দিয়ে গেলে ২৮ টাকা দিতে হবে। কারণ যাত্রাপথ বেড়েছে।”
অন্যদিকে বিশ্বকর্মা পুজোর পর পর্যটকদের সুবিধার্থে চালু করা হচ্ছে সবুজের হাতছানি। ২৮ সিটের সরকারি বাসকে সবুজের হাতছানির জন্য ব্যবহার করা হচ্ছে। গাড়িতেও সবুজের হাতছানি প্রচার করা হচ্ছে। পুজোর আগে পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন পর্যটন কেন্দ্রে থাকা খাওয়া, গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জলপাইগুড়ির শান্তি পাড়া ডিপো। অল্প খরচে লাভা, বিন্দু, জয়ন্তী, রাজাভাত খাওয়া, জলদাপাড়া সহ একাধিক পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
গতবছর সিকিমের বন্যার কারণে সমস্যা হয়েছিল। এবছর প্রচারে জোর দেওয়া হয়েছে বলে জানালেন চেয়ারম্যান। তিনি বলেন, “অল্প খরচে পর্যটকরা সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন। এছাড়া কিছু পর্যটক কেন্দ্রে থাকার ব্যবস্থা রয়েছে। নাম দেওয়া হয়েছে সবুজের হাতছানি। এবছর প্রচারে জোর দেওয়া হয়েছে।”