পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো শাসক দল। দোষীদের শাস্তির দাবি সহ বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের দাবি তুলে সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। বৃহস্পতিবার রাজ্য তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবং হাসপাতালে হামলা ও বিরোধীদের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করা হয়।
এদিন চাঁদকুড়ি বাস স্ট্যান্ড থেকে এই ধিক্কার মিছিল শুরু হয় এবং ঝিকুরিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, জেলা সহ সভাপতি বিকাশ ভুঁইঞা, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, ব্লক যুব সভাপতি নিশিকান্ত কর, বাদল বেরা, স্বপন মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।