আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ আগস্ট: গভীর রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গারুলিয়া পৌরসভার অন্তর্গত লেলিন নগর এলাকায়।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার গভীর রাতে ইছাপুরের দেশবন্ধু নগরের বাসিন্দা বাদল দত্তের ছেলে বিক্রম দত্ত (২৫) ও তার বন্ধু শুভদীপ হালদার বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় বাইকের গতি বেশি থাকায় লেলিন নগর এলাকায় রাস্তার ধারে একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে বাইকটি। এরপর স্থানীয়রা বাইকের ধাক্কা দেওয়ার শব্দে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই যুবক। নোয়াপাড়া থানায় বিষয়টি জানানো হলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দুই যুবককে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে একজনে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। আর ওপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হলে সেখানে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অপর জনের।
গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশবন্ধু নগরে। তবে অত রাতে তারা কোথা থেকে ফিরছিল আর কীকরে পাড়ার রাস্তায় বাড়ির দেওয়ালে ধাক্কা দিয়ে এতো বড় দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।