আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: যুবকদের বিভিন্ন কাজে উৎসাহ বাড়াতে ও দেশের জনকল্যাণ মূলক কাজের বার্তা তুলে ধরতে মাইক বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ শোনানোর আয়োজন করা হল। রবিবার জলপাইগুড়ি বিজেপি টাউন মণ্ডল এক- এর ব্যবস্থাপনায় কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বোস পাড়া মোড়ে বাজার চত্বরে সকাল থেকে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনানো হচ্ছে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ মিত্র, মানষ মোস্তাফি সহ অনেকে।
বিজেপি টাউন মণ্ডল এক- এর সভাপতি মনোজ শাহ বলেন, “প্রধানমন্ত্রীর মন কী বাত শোনানোর ব্যবস্থা করা হয়েছে আজ কুড়ি নম্বর ওয়ার্ডে। প্রতি মাসের শেষ রবিবার মণ্ডলের ব্যবস্থায় বিভিন্ন ওয়ার্ডে মন কী বাত শোনানো হয়। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি চলছে ওয়ার্ড কমিটির উদ্যোগে। মোদীজী জনকল্যাণমূলক বার্তা ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন তিনি মন কী বাতের মধ্যে দিয়ে। সেগুলো সবার কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ।”