Jhargram, জয়পুরের হাওয়া মহল এবার দেখা যাবে জঙ্গলমহল, ঝাড়গ্রাম পূর্বাশার খুঁটি পুজোয় জানালেন উদ্যোক্তারা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ আগস্ট: জয়পুরের হাওয়া মহল এবার দেখা যাবে জঙ্গল মহলের ঝাড়গ্রামে। বুধবার সকালে ঝাড়গ্রামের ঘোড়াধরায় ঝাড়গ্রাম পূর্বাশা পূজা কমিটির দুর্গা পুজোর খুঁটি পুজো হয়।

জানা গিয়েছে, এই বছর ঝাড়গ্রাম পূর্বাশার দুর্গা পুজো ৪২তম বর্ষে পদার্পণ করছে। এই বছর পুজোর থিম জয়পুরের হাওয়া মহল। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর বাজেট রয়েছে আনুমানিক ১৮ লক্ষ টাকা। ঢাক বাজিয়ে পুজোর মধ্য দিয়ে খুঁটিপুজো হয় এদিন। গত বছর ঝাড়গ্রাম পূর্বাশা রোমের ভাটিকান সিটি তৈরি করে নজর কেড়েছিল ঝাড়গ্রামবাসীর। এই বছরও ঝাড়গ্রামবাসীর নজর কাড়ার লক্ষ্যে জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি করতে চলেছে দুর্গাপুজোর মন্ডপ। যদিও প্রতিবছরের মতো সাবেকিয়ানায় তৈরি করা হবে প্রতিমা।

পুজোর উদ্যোক্তা ঘনশ্যাম সিংহ বলেন, “জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি হচ্ছে এই বছরের আমাদের মন্ডপ। পাঁচতলা বিল্ডিং তৈরি করা হবে যা সম্পূর্ণ জয়পুরের হাওয়া মহলকে তুলে ধরবে। এই বছর আমাদের এই পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করছে। পুজোর আনুমানিক বাজেট রয়েছে ১৮ লক্ষ টাকা।সাবেকিয়ানার মাটির প্রতিমা এই বছরও করা হবে”। তিনি আরো বলেন, “কেবলমাত্র পুজো নয়, আমরা সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। রক্তদান শিবির, বৃক্ষরোপণ থেকে শুরু করে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *