আমাদের ভারত, ৭ আগস্ট: অশান্ত বাংলাদেশ থেকে প্রাণভয়ে ভারতে চলে আসার জন্য ভিড় করছেন সে দেশের কয়েক হাজার হিন্দু নাগরিক। বুধবার দুপুর থেকে রীতিমতো অস্থির পরিস্থিতি তৈরি হয়, জলপাইগুড়ির সাতপুরা সীমান্তে। স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি থানা এলাকার মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ি সাতপুরা সীমান্তের বেশ কিছুটা অংশে কাঁটাতার নেই। সেই অংশ দিয়েই বাংলাদেশের কয়েক হাজার মূলত সংখ্যালঘু হিন্দু নাগরিক এপারে চলে আসার চেষ্টা করেন। এই নিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
অনুপ্রবেশের চেষ্টা হবে সেই আশঙ্কা ছিলই। শেখ হাসিনা পদত্যাগ করতে করতেই উত্তাল বাংলাদেশ ছেড়ে প্রাণ ভয়ে ভারতে ঢুকতে পশ্চিমবঙ্গের সীমান্তে দেখা গেছে কয়েক হাজার সংখ্যালঘু বাংলাদেশি হিন্দুদের ভিড়। জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতপুরায় বুধবার দুপুরে দেখা গেছে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছেন, তাদের যাতে প্রবেশ করতে দেওয়া হয় এই রাজ্যে। কেউ বৃদ্ধা মা কেউ কোলে সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন।
সীমান্ত এলাকার স্থায়ী বাসিন্দারা জানান, দুপুরের পর থেকে দলে দলে ওপারের মানুষ এপারে চলে আসার চেষ্টা করেন। বিএসএফ তাদের আটকে দিলে সেখানেই বসে পড়েন তারা। জানা গেছে, বিএসএফের কাছে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের বাসিন্দারা। ওপারে চূড়ান্ত অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বলে জানান তারা। দেশে থাকলে প্রাণে বাঁচবেন না বলেও জানান তারা। খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনা স্থলে পৌঁছায়, এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় সাতপুরা সীমান্তে। বিএসএফের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
অত্যাচারের হাত থেকে বাঁচতে ভিটে মাটি ছেড়ে চলে আসছেন মানুষ। সীমান্তে অপেক্ষায় দাঁড়িয়ে মানুষজন বলছেন, “অত্যাচারের জন্য পালিয়ে এসেছি। বিএসএফের গুলি খেয়ে মরবো তাও ভালো তবুও বাংলাদেশে থাকবো না। যে কোনো মূল্যে ভারতে প্রবেশ করতে দেওয়া হোক।”
প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিদেশ মন্ত্রী জয় শংকর। আজ সেই আশঙ্কাই সত্যি হলো এই ঘটনায়।
তবে কেবল হিন্দুরা নন, হাসিনার আওয়ামি লিগের কর্মী সমর্থকদের উপরেও চলছে অত্যাচার। যারা আওয়ামি লিগ করত, সংখ্যালঘু হিন্দু আদিবাসীদের অবস্থা অত্যন্ত খারাপ বাংলাদেশে। তাদের উপর চলছে চরম অত্যাচার। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামি লিগের এক সমর্থক মহম্মদ হেলাল উদ্দিন এমনটাই নিজেদের ভয়ানক অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। তিনি জানিয়েছেন, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন আওয়ামি লিগের কর্মী সমর্থকরা। পাকা বাড়িতেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যালঘু হিন্দু আদিবাসীদের কিভাবে অত্যাচার করা হচ্ছে চোখে না দেখলে হবে বোঝা যাবে না। আওয়ামি লিগের সমর্থক হলেই নৃশংস হামলা চালানো হচ্ছে। তাঁর কথায়, “পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ আর নেই। ছাত্র আন্দোলনের নাম চলছে, কিন্তু সাইডে চলছে অন্য কিছু।” তাঁর অভিযোগ, এর পেছনে বিএনপি জামাত আছে।