Kakinara, Bangladesh, উতপ্ত বাংলাদেশ, বাবা-মা বরিশালে থাকায় চিন্তায় কাকিনাড়ার মন্ডল পরিবার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ আগস্ট: ইতিমধ্যেই বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ।
বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের সেনারা। কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয়-স্বজন থাকেন বাংলাদেশে। এমনই একটি পরিবার যারা দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা হলো কাকিনাড়া মাদরালের মন্ডল পরিবার।

তারা জানান, তাদের বাবা-মা বাংলাদেশের বরিশালে থাকে। সেখানে খুব অশান্তির ফলে কোনরকম ইন্টারনেট বা কলিং পরিষেবা কাজ করছে না। যার ফলে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না। তারা চাইছেন যত তাড়াতাড়ি পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন মনে শান্তি পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *