পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: আজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, পঞ্চায়েত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহারে সকলকে উৎসাহিত করা হয়। আলোচনা করা হয় প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে। পরিবেশিত হয় সচেতনতা মূলক বাউল গান এবং নৃত্যানুষ্ঠান।
প্লাস্টিক দূষণ নিয়ে ছাত্র-ছাত্রীদের আঁকা ছবি প্রদর্শিত হয়। ছবি আঁকা প্রতিযোগিতা এবং পোস্টার তৈরি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। শপথ নেওয়া হয় প্লাস্টিক ব্যবহার কমানোর এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার।