Sukanta, Swamiji, “হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র প্রণাম জানাই”, স্বামীজীকে শ্রদ্ধা সুকান্তর

আমাদের ভারত, ৪ জুলাই: “আজকের দিনটি যেন আমাদের সকলের মধ্যে জাগিয়ে তোলে এক নবজাগরণের বাণী- ‘ওঠো, জাগো, এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না’।” শুক্রবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, মাতা ভারতীর অমর সন্তান, যাঁর চেতনা ও আদর্শ যুগে যুগে প্রজন্মের পথপ্রদর্শক সেই স্বামী বিবেকানন্দের পবিত্র স্মৃতিধন্য বেলুড় মঠে আজ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার জীবনের এক গৌরবময় অধ্যায় হয়ে রইল।

এই দিনটি শুধু রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ২০তম প্রতিষ্ঠা দিবসই নয়, বরং এক গাম্ভীর্যময় স্মৃতিবাহী ক্ষণ, স্বামীজির মহাসমাধি দিবসও বটে। তাঁকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিনম্র প্রণাম জানাই।

সাথে বিনম্র শ্রদ্ধা জানাই মঠের সকল পূজ্য সন্ন্যাসী মহারাজগণকে, যাঁরা জীবন্ত করে তুলেছেন স্বামীজির মহত্তম আদর্শকে। শ্রদ্ধা জানাই তাঁদেরকেও, যাঁরা স্বামীজির ভাবধারায় দীপ্ত হয়ে মানবসেবায় এবং সমাজের কল্যাণে আত্মনিবেদিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *