আমাদের ভারত, ৪ জুলাই: “মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই উত্তর দিতে হবে, এই দানবদের কে এত ক্ষমতা দিয়েছে? কে তাদের বলেছিল যে ধর্ষণ আনুগত্যের একটি বৈধ পরীক্ষা?”
কসবাকান্ড নিয়ে সামাজিক মাধ্যমে এই প্রশ্ন তুলেছেন বিজেপি-র প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার বেলা সওয়া দুটো পর্যন্ত এই পোস্টে লাইক, প্রতিক্রিয়া ও শেয়ার হয়েছে যথাক্রমে ৪৭৭, ১৬১ ও ১২৯।
অভিযোগের লিখিত প্রতিলিপির ছবি-সহ লকেট ফেসবুকে লিখেছেন, “এম হলেন মনোজিৎ মিশ্র। জে হলেন জাইব আহমেদ। পি হলেন প্রমিত মুখার্জি। এই তিনজনই কসবা ধর্ষণ মামলার অভিযুক্ত।
ছাত্রীটির নিজের অভিযোগটি পড়ুন, কলেজের রক্ষীকে গার্ড রুম ছেড়ে চলে যেতে বলা হয়েছিল, যাতে তারা তাঁকে ভিতরে শ্লীলতাহানি করতে পারে।
ছাত্রীটি রক্ষীদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। তাঁরা শোনেননি। ইউনিয়ন রুমের গেটটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল, যেখানে তাকে কলেজ রাজনীতিতে কোনও পদ চাইলে “টিএমসির প্রতি আনুগত্য প্রমাণ করতে” বলা হয়েছিল। তাঁকে হকি স্টিক দিয়ে মারধর করা হয়, তাঁর প্রেমিককে হত্যার হুমকি দেওয়া হয় এবং বলা হয়, যে তার বাবা-মাকে গ্রেপ্তার করা হবে।
৪র্থ পৃষ্ঠা পড়ুন-টিএমসির প্রতি আনুগত্য প্রমাণ করতে বলা হয়েছে। ৫ম পৃষ্ঠা পড়ুন— রক্ষীদের ভূমিকা। ৬ষ্ঠ পৃষ্ঠায় পড়ুন— মারধর, হুমকি এবং কীভাবে শেষ পর্যন্ত তাকে পাহারাদারের ঘরে টেনে নিয়ে যাওয়া হয়েছিল।
এটা শুধু ধর্ষণ নয়। এটি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক বর্বরতা, যা টিএমসির ছাত্র রাজনীতির ব্যানারে করা হয়েছে।”