Science Carnival, Baruipur, বারুইপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হলো আন্তঃ স্কুল সায়েন্স কার্নিভাল

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৬ ফেব্রুয়ারি:
বারুইপুরের জি এম আই টি কলেজের উদ্যোগে আয়োজিত হল আন্ত: স্কুল সায়েন্স কার্নিভাল। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩৫টি সরকারি স্কুল এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। সরকারি স্কুলের ছেলেমেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহ দিতে তাদের তৈরি মডেল প্রদর্শিত হচ্ছে এই কার্নিভালে। এছাড়াও বিজ্ঞান সম্বন্ধিত আলোচনা সভায় অংশগ্রহণ করে স্কুলের পড়ুয়ারা।

বৃহস্পতিবার দুপুরে জিএমআইটি কলেজে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর মাধবেসানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উদ্যোক্তাদের তরফ থেকে ছটি স্কুলকে যেমন আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে স্কুলে বিজ্ঞান চর্চার উন্নতির জন্য, তেমনি মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বীকৃতি ও পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

বিনয় পান্ডা, ভাইস প্রেসিডেন্ট, জি এম আই টি, বলেন, “স্কুল স্তরে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান চর্চার উৎসাহ বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *