পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: মিড ডে মিলের চালে পোকা, ঘটনায় শোরগোল। শুরু রাজনৈতিক তরজা। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে স্কুল পরিদর্শক। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর বালিকা বিদ্যালয়ে।
অভিভাবকদের অভিযোগ, মাঝে মধ্যেই তারা ছাত্রীদের কাছ থেকে খবর পান, স্কুলের মিড ডে মিলের খাবার একেবারে নিম্নমানের, কখনো কখনো পোকা চাল রান্না করে দেওয়া হয়। আজ হঠাৎ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিজেপির নেতা- কর্মীরা জানতে পারেন আজও স্কুলের বেশ কয়েকটি মিড ডে মিলের বস্তার চালে পোকা। এই নিয়ে স্কুলে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে দ্রুত স্কুলে এসে উপস্থিত হন স্কুল পরিদর্শক। স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক ভুরিভুরি অভিযোগ তুলে। অবশেষে মিড ডে মিলের চালে যে পোকা তা স্বীকার করেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা।
এ বিষয়ে স্কুল পরিদর্শক সুমিতা রানা বলেন, স্কুলে পোকা চাল থাকলেও তা ছাত্রীদের খাওয়ানো হয়নি। পৌরসভাকে জানানো হয়েছে, চালগুলি পরিবর্তন করে দেওয়ার জন্য। চাল নিয়ে এই গন্ডগোলের ঘটনায় বিজেপিকে দায়ী করছেন স্থানীয় তৃণমূল নেতারা।