BJP, Shyampur, শ্যামপুরে বিজেপি কর্মীর বাড়ির সদস্যদের অমানবিক প্রহার

আমাদের ভারত, হাওড়া, ২১ মে: মঙ্গলবার ভোরে হাওড়ার শ্যামপুরের একটি বাড়িতে সশস্ত্র একদল দুষ্কৃতি হানা দেয়। বাড়ির বাসিন্দাদের ব্যাপক মারধর করার পর ভাঙ্গচুর চালায়। অভিযোগ, হানাদাররা তৃণমূল সমর্থক। তাদের ১১ জনের নামে নির্দিষ্ট অভিযোগ থানায় নিয়ে যাওয়ার পরেও টানা কয়েক ঘন্টা বসিয়ে রাখা হয়। বিজেপি কর্মী স্বপ্না পোল্লের বাড়িতে এই হামলা চলে। তাঁর লিখিত অভিযোগ, হানাদাররা তৃণমূল-আশ্রিত দুষ্কৃতী। সঙ্গে তলোয়ার, শাবল, বাঁশ-সহ নানা অস্ত্র ছিল। তারা আমার ভাসুর এবং স্বামীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়। খিল ও বাঁশ দিয়ে এলোপাথারি মারে। পরে আমার শাশুড়ি-সহ পরিবারের অন্য মহিলার সাথে শ্লীলতাহানি এবং ধর্ষণ করার চেষ্টা করে।

স্বপ্নার অভিযোগ, আমার ভাসুর বিবেকানন্দ পোল্লে বিজেপি-র বুথ সভাপতি। সোমবার তৃণমূলের ছেলেদের আপত্তি সত্বেও উনি ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন। হানাদাররা বলপূর্বক আমার ৬ বছরের কন্যার গলা টিপে তাকে হত্যার চেষ্টা করা হয়। তাকে মেঝেতে ছুঁড়ে ফেলা হয়। যখন আমি বাঁচানোর জন্য ছুটে আসি আমার ওপর লাগাতার মারধর চলে।

স্বপ্নার অভিযোগ, সকালে আহতরা যাতে হাসপাতালে না যেতে পারি, দীর্ঘক্ষণ বাড়ি ঘেরাও করে রাখে। আমার স্বামী ও ভাসুরের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুপুর আড়াইটে থেকে থানায় বসে থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ পুলিশ এফআইআর-এর কপি নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *