আমাদের ভারত, ২১ মে: অশুভ শক্তির বিনাশ হোক। এই বার্তা নিয়েই স্বাভিমান যাত্রা করতে চলেছেন সাধু সন্তরা। খালি পায়ে তারা কলকাতার রাজপথে হাঁটবেন। লোকসভা ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে সাধুদের তরফে বলে জানা গেছে। শুক্রবার উত্তর কলকাতার মায়ের বাড়ি থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত হাঁটবেন সাধুরা। এই মিছিলের নাম দেওয়া হয়েছে স্বাভিমান যাত্রা।
বঙ্গীয় সন্ন্যাসী সমাজ নামে একটি সংগঠনের ব্যানারে পদযাত্রার আয়োজন করা হলেও বিশ্ব হিন্দু পরিষদের উৎসাহেই এই উদ্যোগ বলে শোনা যাচ্ছে। সন্ন্যাসী সংগঠনের তরফে প্রকাশিত একটি প্রচার পত্রে জানানো হয়েছে, আগামী শুক্রবার বিকেল চারটের সময় বাগবাজারের মায়ের বাড়ি থেকে শুরু হবে এই মিছিল।
এই মিছিলে খালি পায়ে হাঁটবেন সমস্ত সাধু সন্তরা। গিরিশ এভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার পাঁচমাথা, বিধান সরণি হয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে পৌছবে মিছিল।
সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রচারে যেভাবে হিন্দু সন্ন্যাসীদের কয়েকটি সংঘ ও কয়েকজন সন্ন্যাসীর নাম করে আক্রমণ করেছেন তার প্রতিবাদে সন্ত সমাজের একতা প্রদর্শনের উদ্দেশ্যে এই মিছিল।
শনিবার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ ও আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান সন্ন্যাসীকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে বিজেপিকে সমর্থনের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজকে সাধু বলে মনে করেন না বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সংঘ ও সন্ন্যাসীদের নাম করে আক্রমণ করে মন্তব্য করায় তার বিরুদ্ধে সোচ্চার হয় সংঘগুলির লক্ষ লক্ষ ভক্ত। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে জানিয়ে আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ।
বিজেপির দাবি, শেষ কয়েক দফার ভোটে মুসলিম ভোট তৃণমূলের দিকে টানতে হিন্দু সাধু সন্ন্যাসীদের বাজে মন্তব্য করতেও ছাড়ছেন না মুখ্যমন্ত্রী।