India, Yunus, হাসিনার মন্তব্যের ইস্যুতে ইউনুস সরকারকে কড়া জবাব ভারতের, পাল্টা চাপ নয়া দিল্লির

আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: হাসিনার করা মন্তব্যের ইস্যুতে এবার ইউনুস সরকারকে পাল্টা জবাব দিয়ে চাপে রাখল নয়া দিল্লি। ভারতের স্পষ্ট বার্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত, কিন্তু বার বার বাংলাদেশের তরফে ভারত সম্পর্কে করা নেতিবাচক মন্তব্য ভালো ভাবে নিচ্ছে না নয়াদিল্লি।

ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে নয়া দিল্লি, কিন্তু তারপরেও ভারতের বিরুদ্ধে নানাবিধ নেতিবাচক আক্রমণ শানিয়েছে বাংলাদেশ। এমনকি শেখ হাসিনার বক্তব্য নিয়েও ভারতকে আক্রমণ শানিয়েছে তারা। এবার এই নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিল নয়া দিল্লি। ইউনুস প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত যে বাংলাদেশের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না, ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে সেই অবস্থান স্পষ্ট করে দিয়েছে সাউথ ব্লক।

শুক্রবার তলব করা হয়েছিল বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে। এরপর সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাওয়াল জানান, দুই দেশের পারস্পরিক সু-সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে কিছু আধিকারিক ভারত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেই চলেছেন। সে দেশের আভ্যন্তরীণ বিষয়ের জন্য ভারতকে দায়ী করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, শেখ হাসিনা যে মন্তব্য করেছেন সেটা তার ব্যক্তিগত বয়ান। ভারতের তাতে কোনো ভূমিকা নেই। ভারতের সঙ্গে তার সম্পর্ক টেনে আনা দু’ দেশের সম্পর্কে কোনো সাহায্য করবে না। ভারত যেমন দু’দেশের সম্পর্ক বজায় রাখতে উদ্যোগী তেমনি এই একই পদক্ষেপ বাংলাদেশও করবে বলে আশা করে ভারত।

এর আগে হাসিনার মন্তব্যের পর ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করেছিল ইউনুস সরকার। সূত্রের খবর, ভারতে বসে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে মিথ্যা মন্তব্য পেশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ওপর রাশ‌ টানা উচিত ভারত সরকারের। এমনই দাবি ইউনুস সরকারের। এবার ভারত বুঝিয়ে দিল দু’ দেশের সম্পর্ক বজায় রাখতে চাইলে এই মন্তব্য মেনে নেওয়া হবে না নয়া দিল্লির তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *