পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: অনেক উৎসাহ ও উদ্দীপনার সাথে আজ শালবনীর গৌতম স্মৃতি সাতপাটী বীণাপাণি বিদ্যামন্দিরে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সকাল থেকেই ছাত্র ছাত্রী, সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিদ্যালয় কর্তৃপক্ষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
প্রথম পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সকলকে যেন স্বাধীনতার সেই সোনালী মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় পর্যায়ে পতাকা উত্তোলন ও ফটো গ্যালারির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবীর কুমার পাল। উপস্থিত ছিলেন সভাপতি চিন্ময় নন্দী। তৃতীয় পর্যায়ে ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের আজকের এই দিনের গুরুত্ব অপরিসীম এই কথাগুলি কথায় ও গানে প্রকাশিত হয়। সবশেষে জাতীয় সঙ্গীতের সঙ্গে আজকের অনুষ্ঠান সমাপ্ত হয়।