পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতার ৭৮ বছরের পূর্ণ লগ্নে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্ত্রী মানস ভুঁইঞার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩১২টি গ্রাম ও ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী আজ গ্রাম সাফাই অভিযানে নেমেছিল। মন্ত্রী সবং বিডিও অফিস, পিংলা মালিগ্রাম কলেজ, সবং কলেজ, কিষাণ মান্ডি, সবং ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানে যোগ দেন। তার মাঝখানে এক নম্বর দেভোগ অঞ্চল বারজীবন বাসস্ট্যান্ডের পাশে কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করেন। তিনি নিজের হাতে রাস্তার দুই ধারের জঙ্গল সাফ করার জন্য দাঁ, কাটারি তুলে নেন এবং কর্মীদের উৎসাহ করেন। তিনি সেখানেই ঘোষণা করেন, এই সাফাই অভিযান আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত সবংয়ের বিভিন্ন জায়গায় চলবে।
আজকের এই কর্মসূচিতে মন্ত্রীর সঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, ঘাটাল সাংগঠনিক জেলা সহ সভাপতি বিকাশ ভুঁইঞা, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাদল বেরা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর সহ বহু নেতা, কর্মী অংশগ্রহণ করেছিলেন।