পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: চলতি বছরের রাজ্য বাজেটে ৪% এবং ১৮% মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং চুক্তি ভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই ভাতা বৃদ্ধিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, ফেডারেশনের ব্লক কমিটির সভাপতি ফটিক গড়াই, সংগঠনের কার্যকারী সভাপতি চন্দন ঘোষ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এদিন বিডিও অফিস প্রাঙ্গনে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ফেডারেশনের তরফ থেকে।