Fire, Digha, দিঘায় মদের দোকানে আগুন, এলাকায় চাঞ্চল্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, দীঘা, পূর্ব মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: দিঘায় মদের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার মদ সহ নগদ বেশ কিছু টাকা।
শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে অভিযোগ উঠেছে, দমকল সঠিক সময়ে না পৌঁছানোয় আগুন দ্রুত ছড়িয়েছে।

তবে এ অভিযোগও উঠেছে, দোকানে কোনো
অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। যেখানে দেখা যাচ্ছে দিঘা, তাজপুর, মান্দারমণি, শঙ্করপুর- এর মতন এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে দ্রুত অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য নিমতলায় তৈরি করা হয়েছিল ফায়ার স্টেশন আর সেখান থেকে আসতে সময় লেগে যায় প্রায় আধ ঘন্টারও বেশি, যার ফলে এরকম বড় দুর্ঘটনা ঘটলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

পদিমা টু সিএস শপ- এর মালিক অম্লান পন্ডা বলেন, সকালবেলায় খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসি। স্থানীয় দিঘা থানা এবং দিঘা মোহনা কোস্টাল থানায় খবর দেওয়া হয়, তারপর দমকলকে ফোন করা হলে তারা অনেক পরে আসে। তবে দোকানে কেন কোনো
অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই তা নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। যেহেতু সেখানে মদের দোকান ও পরপর প্রচুর গোডাউনে মাল ছিল, তাই অ্যালকোহল থাকার কারণে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পুলিশ দোকানটি সিল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *