পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি আবাসনে চন্দ্রকোনা রোড ডাবচা ব্যবসায়ী সমিতির ৪০তম বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় সোমবার। এদিন সকালে সমিতির অফিস প্রাঙ্গনে সমিতির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলনের সূচনা। পাশাপাশি এদিন বিকেলে চন্দ্রকোনা রোডের একটি বেসরকারি আবাসনে সম্মেলনের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ডাবচা ব্যবসায়ী সমিতির সভাপতি জয় প্রকাশ লোধা, সম্পাদক দেবাশীষ মূলা এবং অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন রায়, গড়বেতা চেম্বার অফ কমার্সের সভাপতি সুব্রত মহাপাত্র, সম্পাদক কানাইলাল দত্ত, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি গয়ারাম মাইতি, সম্পাদক উত্তম পাত্র, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ, বিশ্বজিৎ সরকার, জ্ঞানাঞ্জন মন্ডল, মানস নায়েক, প্রসেনজিৎ ভু্ঁইঞা, সুশান্ত সিংহ, দিব্যেন্দু নায়েক, স্মৃতিরঞ্জন দত্ত, ভরত দে সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা।
এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় বার্ষিক সম্মেলন। এই সদস্যদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং আগামী দিনে সমিতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে বক্তব্য রাখেন সমিতির কর্মকর্তারা।