আমাদের ভারত,১ ফেব্রুয়ারি: নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক মূল্যবৃদ্ধির দুঃখ ভোলাতে ২০২০-র চ্যালেঞ্জিং বাজেটে মধ্যবিত্তের জন্য বিপুল কর ছাড়ের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতি নিম্নমুখী হলেও আয়করে বিপুল ছাড়ের কথা ঘোষণা করে মধ্যবিত্তের মন জয় করার চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বাজেটে ব্যক্তিগত আয়কর দাতাদের দেওয়া হয়েছে বিপুল ছাড়। বেড়েছে আয়করের উর্ধ্বসীমা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ৫ লাখ টাকা পর্যন্ত আগের মত দিতে হবে না কোন কর। ৫ লাখ থেকে ৭.৫ লাখ আয়ে ২০ শতাংশের বদলে এবার দিতে হবে মাত্র ১০ শতাংশ। ৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ। ১০ থেকে ১২.৫ লাখ আয়ে দিতে হবে ২০ শতাংশ। আগে ১২.৫ লাখ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক আয়ে দিতে হতো ২৫ শতাংশ কর। ১৫ লাখের বেশি আয়ে কর দিতে হতো ৩০ শতাংশ। এবার নয়া নিয়মে ফলে ১৫ লাখ আয় যাদের, তাদের বাঁচবে ৭৮ হাজার টাকা।
একইসঙ্গে অর্থমন্ত্রী জানান, নতুন কর কাঠামোর জন্য নতুন নিয়ম হবে। তবে নতুন হারে কর দিলে মিলবে না কোনও কর ছাড়। পুরনো কর পরিকাঠামো অনুসারে কর দিলে আয়কর দাতারা আগের মতোই ছাড় পাবেন।