আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১ ফেব্রুয়ারি: তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সইদুল গাজী নামে এক যুব তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বাসন্তী ব্লকের যুব তৃণমূল নেতা জালাল লস্কর। গুরুতর জখম অবস্থায় রাতেই সইদুল গাজী নামে ওই যুব তৃণমূল কর্মীকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।
জানাগেছে, শুক্রবার রাত সাড়ে আট’টা নাগাদ অটো থেকে নেমে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু এই ঘটনায় কাউকেই শনিবার সকাল পর্যন্ত আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও তা অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এই ঘটনায় কোনও তৃণমূল কর্মী জড়িত নয়, নিজেদের কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে দাবি এলাকার তৃণমূল নেতা হায়দার গাজির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং রয়েছে এলাকায়।