Shiva Temple, Bangaon, বনগাঁয় শিব মন্দিরের দ্বারোদঘাটন, প্রচুর ভক্তের সমাগম

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: শিবরাত্রি হলো দেশের অন্যতম একটি হিন্দু উৎসব। শুধু শৈবরাই নন, হিন্দু ধর্মবিশ্বাসী যে কোনও মানুষ নারী-পুরুষ নির্বিশেষে এই দিনটি বিশেষ পুজোপাঠ, উপবাসের মাধ্যমে পালন করেন। এই পুজোয় অংশ নিতে এলাকার ভক্তদের এতো দিন ধরে দূর- দূরান্তে যেতে হতো। এলাকার ভক্তদের কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার বনগাঁর শক্তিগড় যুবগোষ্ঠী ক্লাবের উদ্যোগে দোলের মাঠে একটি শিব মন্দিরের দ্বারোদঘাটন করা হয়। সেই মন্দিরে থাকছে শিবলিঙ্গ, রাধাকৃষ্ণের মূর্তি ও মা শীতলার মূর্তি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শিব মন্দিরে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

ক্লাব সম্পাদক শেখর ঘোষ ও সভাপতি পঙ্কজ শীল বলেন, প্রায় তিন বছরের প্রচেষ্টায় এই মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এলাকার মানুষ ও বনগাঁর বিশিষ্ট ব্যাক্তিদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এছাড়া ক্লাবের প্রত্যেক সদস্য আমাদের সহযোগিতা করেছে। ক্লাব সদস্য বাপি মালাকার, মোনজ ঘোষ, অজয় ঘোষ, বাপি দাস বলেন, দোল উৎসবের সময় এই মাঠে সাত রাত ধরে বিভিন্ন অনুষ্ঠান চলতো। আজ প্রায় ১০- ১২ বছর তা বন্ধ হয়ে গিয়েছে। ফের শিবরাত্রি উপলক্ষে আবারও সেই অনুষ্ঠান শুরু হল।

বুধবার সকাল সাত টায় গঙ্গাবরণ, বেলা ১২টা নাগাদ শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা, বিকেল পাঁচটায় ভগবত পাঠ, বৃহস্পতিবার বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও বিভিন্ন লোকশিল্পী, আবৃতি, যোগব্যায়াম প্রতিযোগিতার মধ্যে দিয়ে চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বনগাঁর বিশিষ্ট ব্যক্তি ও এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *