সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: কাজে বেরনোর পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্য হলো এক সাইকেই আরোহীর। ঘাটনার পর এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার পোস্ট অফিস এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী (৩৭)। গোবরডাঙ্গা টাউন হল এলাকার ১নম্বর ওয়র্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকলে কাজে
বেরিয়েছিল ওই যুবক। সুটিয়ার দিক থেকে একটি ফুল পঞ্জাব লরি বেপরোয়া ভাবে গোবরডাঙ্গার দিকে আসছিল, পুরনো পোষ্টঅফিস মোড়ের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবককে ধাক্কা মারে। আহত বিশ্বজিতকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়। পরে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ট্রাক ও তার চালককে আটক করেছে।