Waqf, Rajya Sabha, ওয়াকফ সংশোধনী বিলের যৌথ কমিটির রিপোর্ট গৃহীত রাজ্যসভায়, মতামত গ্রাহ্য হয়নি বলে অভিযোগ বিরোধীদের

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ কমিটির রিপোর্ট গৃহীত হলো রাজ্যসভায়। বিরোধীদের তীব্র প্রতিবাদের মাঝেই গৃহীত হয় জয়েন্ট কমিটির রিপোর্ট। বিরোধীদের হৈ হট্টগোলে সাময়িকভাবে মুলতবি হয়েছিল রাজ্যসভার অধিবেশন। সাংসদ মেধা কুলকার্নি ওয়াকফ বিল নিয়ে রিপোর্ট পেশ করেন রাজ্যসভায়। এদিন রাজ্যসভায় তাদের মতামত গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ বিরোধীদের।

কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে যৌথ সংসদীয় কমিটির এই রিপোর্টকে নকল বলে কটাক্ষ করেছেন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনখড়কে ওই রিপোর্ট ফের যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিরোধীদের দাবি, তাদের আপত্তির জায়গাটুকুও বাদ দেওয়া হয়নি ওই বিলে।

জেপিসি রিপোর্টে বিরোধীদের বক্তব্য না শোনার অভিযোগে রাজ্যসভায় ব্যাপক স্লোগান দিতে থাকেন বিরোধীরা। রাষ্ট্রপতির বার্তা ধনখড় পড়তে শুরু করতেই বিরোধীরা তুমুল হৈ হট্টগোল শুরু করে। রিপোর্ট নিয়ে আলোচনার সময়ই ওয়েলে নেমে প্রতিবাদ জানান বিরোধীরা। এমনকি রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী সাংসদরা। রিপোর্টের তীব্র বিরোধিতা জানিয়ে তারা বলেন, জেপিসি রিপোর্টে বহু সংসদের মতামত রাখাই হয়নি। আমাদের মতামতকে গ্রাহ্য করা হয়নি। মান্যতা দেওয়া হয়নি। এটা ঠিক নয়। এটা গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। আমরা এই রিপোর্ট মেনে নেব না। বিল নিয়ে বিরোধীদের বক্তব্য যদি রিপোর্টে না রাখা হয়, তাহলে তা প্রত্যাহার করে পুনর্বিবেচনা করতে পাঠানো উচিত।

তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, কমিটির রিপোর্টে বিরোধীদের বক্তব্য কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও আবার সাদা কাগজ চিপকে দেওয়া হয়েছে। দেশ যদি নাই জানে বিরোধীরা কি বলেছে, তাহলে কী করে রিপোর্ট গৃহীত হবে? দেশে যদি গণতন্ত্র থাকে তাহলে সবার মতামত গ্রাহ্য হবে। আমাদের মতামত কিভাবে সেন্সর করতে পারে? এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি।

খাড়গের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেছেন, রিপোর্টের পরিশেষে বিরোধীদের বক্তব্য সংযুক্ত করা রয়েছে। বিরোধীরা সংসদের প্রক্রিয়া ভুল পথে চালিত করে বলে অভিযোগ করেছেন তিনি। ভিত্তিহীন অভিযোগ করছেন বিরোধীরা বলে অভিযোগ মন্ত্রীর। বিরোধীদের নিশানা করেন বিজেপির সভাপতি জেপি নাড্ডাও।

গত ২৮ জুলাই সংসদে প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল। ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্নিত করার ক্ষমতা সীমিত করা হয়েছে তাতে। ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবের পাশাপাশি একাধিক বদলের প্রস্তাব দেওয়া হয়েছে সংশোধনী বিলে। প্রথম থেকেই সংসদে বিলের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলের সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *