Utsha dhara, Barrakpur, উৎস ধারা প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও পূর্ত দফতরের আধিকারিকরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা তীরবর্তী ব্যারাকপুরকে ঢেলে সাজানোর চিন্তা ভাবনা করেছিলেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত উৎস ধারা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে ব্যারাকপুরের গঙ্গা তীরবর্তী অঞ্চল সাজানোর কাজ।

ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই ব্যারাকপুরে রয়েছে গান্ধী ঘাট, সিপাহী বিদ্রোহের শহিদ মঙ্গল পান্ডের স্মৃতি বিজড়িত মঙ্গল পান্ডে উদ্যান, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রানী রাসমণি কন্যার দ্বারা তৈরি অন্নপূর্ণা মন্দির সহ আর বেশ কিছু স্থান। মূলত ব্যারাকপুরের এই ঐতিহাসিক দিক ও তার গুরুত্ব মানুষের কাছে তুলে ধরতে এবং গঙ্গার পরিবেশকে যাতে মানুষ নিজেদের স্বাস্থ্য লাভের জন্য ব্যবহার করতে পারে তাই প্রকৃতির সাথে তার মেলবন্ধন করে ব্যারাকপুর গন্ধীঘাট সংলগ্ন গঙ্গার তীরে জোর কদমে চলছে উৎস ধারার কাজ। চলতি অর্থবছরের এই উৎস ধারার মাধ্যমে তৈরি পার্ক, ইভলিউশন সেন্টার, সবুজায়নের কাজ সম্পন্ন হবে বলে মনে করছেন রাজ্য পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য।

উৎস ধারা প্রকল্পের কাজ কতটা এগিয়েছে, সেই কাজে আর কী কী চিন্তা ভাবনা যোগ করা সম্ভব এই সব কিছু খতিয়ে দেখতে এদিন ব্যারাকপুর গান্ধী ঘাট সংলগ্ন এলাকা ঘুরে দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পূর্ত সচিব অন্তরা আচার্য সহ পূর্ত দপ্তরের অন্যান্য আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *