মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে এখন পুলিশ প্রশাসনের হাতে বিচার ব্যবস্থাও আক্রান্ত: সুকান্ত

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে এখন পুলিশ প্রশাসনের হাতে বিচার ব্যবস্থাও আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির সভাপতি বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় আক্রান্ত বিচার ব্যবস্থা।

কেন্দ্রীয় মন্ত্রী এই পোস্টটি করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে বিচার বিভাগও আক্রমণের মুখে। ডায়মন্ড হারবারে একজন বিচারকের বাসভবনে আক্রমণের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এরপর সুকান্ত মজুমদার লেখেন যে, মুখ ঢাকা দুষ্কৃতী ও একজন পুলিশ অধিকারিক এই ঘটনায় জড়িত। পোস্টটিতে তিনটি ছবিও দিয়েছেন বিজেপি নেতা।

একটি চিঠি দক্ষিণ ২৪ পরগনা জেলা বিচারকের তরফে কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছে। দ্বিতীয় চিঠিটি ডায়মন্ড হারবার থেকে পাঠানো হয় জেলা বিচারকের কাছে। জেলা বিচারকের কাছে পাঠানো চিঠির বিষয় ডায়মন্ড হারবারে কর্মরত জুডিশিয়াল আধিকারিকদের সুরক্ষা ও নিরাপত্তা। সেখানে দাবি করা হয়েছে, গত রবিবার রাতে এক বিচারকের বাসভবনে হামলার চেষ্টা করা হয়। সেখানে এক পুলিশ আধিকারিকের নামও লেখা হয়েছে। ফোন নম্বরও দেওয়া হয়েছে চিঠিতে। পুলিশ অধিকারের নাম কুমারেশ দাস বলে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে আরো একটি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, সেখানে তিনি লেখেন, সুরক্ষা দেওয়া পুলিশের কাজ। তারা যদি এখন বিচার বিভাগের উপর আক্রমণ করে তবে এটি একটি স্পষ্ট লক্ষ্মণ যে প্রশাসন সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ মুখ্যমন্ত্রী কি তার নিজের পুলিশ বাহিনীর ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন? বিচার বিভাগকে ভয় দেখানো যাবে না। তার এই দুঃশাসনের শেষের শুরু হয়ে গেছে।

এই ঘটনা প্রসঙ্গে জানিয়ে জেলা বিচারকদের নিরাপত্তার বিষয়টি দেখার আবেদন করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাবলকে চিঠিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *