পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: দিাঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে নন্দকুমার শ্রীধরপুর হাই রোডে তেলের ট্যাঙ্কারে করে পাচারের সময় নন্দকুমার থানার পুলিশের হাতে ধরা পড়লো ২৫টি গরু। আজ দিঘার দিক থেকে একটি তেলের ট্যাঙ্কারকে আসতে দেখা যায়। যার সামনের নম্বর প্লেটে কালি লাগানো ছিল। সন্দেহের বশে নন্দকুমার থানার পুলিশ সেটিকে আটকায় এবং জিজ্ঞাসাবাদ করলে কোনো উত্তর না পাওয়ায় গাড়িটিকে আটক করে।
চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালিয়ে যায়। নন্দকুমার থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে নন্দকুমার থানায় নিয়ে গেলে সেই ট্যাঙ্কার খুলতেই দেখা যায় তার ভেতর তেলের বদলে রয়েছে গরু। সেখান থেকে একটি একটি করে ২৫টি গরু বের হয়। তার মধ্যে বেশ কয়েকটি গরু গুরুতর আহত হয়।
পুলিশ গরুগুলিকে উদ্ধার করে এবং পরে তাদের প্রাণী সম্পদ দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।