Ramnavami, Bankura, রামনবমী উৎসব ও মিছিল নিয়ে ব্যাপক উদ্দীপনা বাঁকুড়ায়, চলছে রাজনৈতিক তর্জা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ এপ্রিল: রামনবমী উৎসব ও শোভাযাত্রা নিয়ে উদ্দীপনার পারদ চড়ছে বাঁকুড়া শহরে। শহরবাসীর আবেগকে মর্যাদা দিতে আগের মতোই সোজা রাস্তা দিয়ে মিছিল করার উদ্যোগ নিলেও পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় বিষয়টি কলকাতার উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। পুলিশ প্রশাসন নির্দেশিত রাস্তাতেই এবারও রামনবমীর মিছিল করতে হবে উদ্যোক্তাদের। কলকাতা উচ্চ আদালত রামনবমীর মিছিলের অনুমতি দিলেও শ্রীরাম নবমী মহোৎসব পালন সমিতির আবেদন খারিজ করে দিয়ে মিছিল করতে হবে পুলিশের প্রস্তাবিত রুটেই বলে নির্দেশ দিয়েছেন। এর ফলে আগের মতো মসজিদের সামনে দিয়ে রামনবমীর মিছিল যাবে না। কলকাতা উচ্চ আদালতের এই রায়কে মান্যতা দিয়ে প্রশাসনের ঠিক করে দেওয়া রুটেই শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল পরিচালিত শ্রীরাম নবমী মহোৎসব পালন সমিতি।

রামনবমী মহোৎসব পালন সমিতি আদালতের কাছে আবেদন করেছিল যে, আগেকার রুট অর্থাৎ মাচানতলার মসজিদের সামনে দিয়েই মিছিল করতে চায় তারা। কিন্তু তা খারিজ করেছে হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে ২০১৩ সাল থেকে রামনবমীর শোভাযাত্রা আয়োজন করে আসছে বাঁকুড়া শহরে। বাঁকুড়ার পাঁচবাগা মোড় থেকে কলেজ মোড় ও মাচানতলা হয়ে সোজাপথে সেই শোভাযাত্রা লালবাজার মোড়ে সমাপ্ত হয়। বছর তিনেক আগে প্রশাসন আচমকাই আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে রামনবমীর মিছিলের রুট বদলের নির্দেশ দেয়। এনিয়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।এটা রাম ভক্তরা এখনও মেনে নিতে পারেননি। পাঁচবাগা থেকে শোভাযাত্রা কলেজ মোড় হয়ে ঘুর পথে মাচানতলায় পৌঁছানোর রুট ঠিক করে প্রশাসন। গত তিন বছর ধরে বদলে যাওয়া সেই রুটেই শোভাযাত্রা হয়ে আসছে। এতে অনেক বেশি রাস্তা যেতে হয় এই মিছিলকে।

পুলিশের বক্তব্য, আগে রামনবমীর মিছিল যে রাস্তায় হতো তার মধ্যে একটি মসজিদ রয়েছে। বছর চার আগে এই মিছিলের গতিপথ মসজিদের কাছে আসার আগেই পুলিশ মিছিল ঘুরপথে যাওয়ার নির্দেশ দিলে ঝামেলা বাধে। সেই ঘটনার পর থেকেই মিছিলের রুট বদলে দেয় পুলিশ প্রশাসন। পুলিশের বক্তব্য, যৌথ কমিটির সঙ্গে বসেই এই বিকল্প রুট ঠিক করা হয়।

এনিয়ে রামনবমী মহোৎসব পালন সমিতির সম্পাদক রাম অবতার ফোকলা জানান যে, আদালতের রায়কেই তারা সর্বাধিক গুরুত্ব দেন। তবে তারা আশা করেন শহরবাসীর
ভাবাবেগকে গুরুত্ব দিয়ে পরের বছর থেকে যেন পছন্দ মতো রুটেই রামনবমীর মিছিল করতে পারেন। আগামী ৬ এপ্রিল পাঁচবাগা মোড় থেকে রামনবমীর এই ‘ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা’য় সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে চলছে জোর প্রচার। এদিকে বাঁকুড়া-১ ব্লকের আঁধারথোল গ্রামে খোল-করতাল নিয়ে মিছিল ও বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে রামভক্তরা। ওই মিছিলকে শঙ্খধ্বনীর মাধ্যমে স্বাগত জানাতেও দেখা যায় এলাকার মহিলাদের। রমনবমীর মিছিল সফল করার আহ্বান জানিয়ে ব্যাপক প্রচার চলছে। রামনবমীর মিছিলে রেকর্ড সংখ্যক উপস্থিতি চাইছে উদ্যোক্তারা। এরজন্য গত একমাসের বেশি সময় ধরে প্রস্তুতি ও প্রচার চালাচ্ছে উদ্যোক্তারা।

অন্যদিকে রামনবমী নিয়ে তৃণমূল- বিজেপির বাগযুদ্ধ শুরু হয়েছে বাঁকুড়ার রাজনীতিতে। শাসক দল তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙ্গর জানান যে, বিজেপি ‘উন্নয়নের কথা না বলে রাম, পদ্ম ফুল এসব করছে। বাঁকুড়ার মানুষ আগেই ওদের সাংসদকে বিদায় জানিয়েছে। এবার বিধায়ককেও গর্তে ঢুকিয়ে দেবে। তবে তারা হিন্দু হিসেবে মনে করেন যে রামের সাথে বিজেপির কোন সম্পর্ক থাকা উচিৎ না। যা হচ্ছে তা ধর্মের নামে কলঙ্ক। ওরা ‘ভয় পেয়েই’ এসব করছে।

অন্যদিকে রামনবমী মিছিলে অংশ নেওয়ার জন্য শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে তীব্র উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রামনবমী উৎসব ও মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে।মিছিলের গতি প্রকৃতি নজর রাখতে শহরজুড়ে ব্যাপক পুলিশি মোতায়েন, এরসাথে বাড়ির ছাদ থেকেও নজরদারি চালানো হবে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *