Basanti Pujo, Rampurhat, রামপুরহাটের চৌধুরী বাড়িতে শুরু হলো বাসন্তী পুজো

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ এপ্রিল: বছর চারেক আগে মা দুর্গার বেদিতে ঘটে বাসন্তী পুজো শুরু হয়েছিল। এবার সেই পুজোই ঘটা করে শুরু করলেন দুই মহিলা। রীতিমতো মূর্তি গড়ে শুরু হয়েছে এই পুজো। রামপুরহাট শহরের শ্রীফলায় জনৈক কৌশিক চৌধুরীর বাড়িতে ১৮ বছর ধরে দুর্গা পুজো হয়ে আসছে। ধর্মপ্রাণ কৌশিকবাবু বছর চারেক আগে বাসন্তী পুজোও শুরু করেন। তবে সেটা ছিল ঘট পুজো। এবার তাঁর স্ত্রী সুতপা চৌধুরী বায়না ধরেন মূর্তি গড়ে পুজো করবেন। সুতোপদেবী পাশে পান আখিরা গ্রামের শম্পা চট্টোপাধ্যায় নামে আরও এক মহিলাকে। ফলে মাসখানেক আগে মূর্তি গড়ার বায়না দেওয়া হয় শিল্পী রূপ শঙ্করকে। সেই মূর্তিতেই শুক্রবার থেকে শুরু হয়েছে পুজো।

কৌশিকবাবু বলেন, “দুর্গা পুজো দীর্ঘ ১৮ বছর ধরে করে আসছি। ইচ্ছে ছিল বাসন্তী পুজো করার। সেই মতো বছর চারেক আগে মা দুর্গার বেদিতেই ঘট পুজো শুরু করেছিলাম। এবার স্ত্রী, আখিরা, শম্পা চট্টোপাধ্যায় এবং প্রতিবেশী মহিলাদের সহযোগিতায় পুজো শুরু করলাম। নবমীর দিন সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *