Basanti Puja, Gobardanga, গোবরডাঙ্গায় বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুন, ভাঙ্গা হয়েছে দেবীমূর্তি

আমাদের ভারত, ৫ এপ্রিল: উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার বেরগুম কাছারি বাড়ি এলাকায় বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ভাঙ্গা হয়েছে দেবীমূর্তি। শনিবার ভোররাতে এই ঘটনাটি ঘটে বলে জানাগেছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এলাকায় উত্তেজনা থাকার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানাগেছে, বেরগুম কাছারি বাড়ি এলাকায় অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে গত ৪০ বছর ধরে নিয়মিতভাবে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। এবারেও পুজোর প্রস্তুতি হয়েছিল। কিন্তু শনিবার ভোররাতে কেউ বা কারা প্যান্ডেলের পিছন দিক থেকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে প্যান্ডেল পুড়ে যায়। আগুনে মাটির তৈরি প্রতিমার একাংশ পুড়ে যায় এবং প্রতিমাটি বেদীর উপর উল্টে পড়ে থাকতে দেখা যায়।

সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী বেরগুম কাছারিবাড়ি মোড়ে প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙা থানার পুলিশ এবং হাওড়ার এসডিপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের কাজ করলো তা জানার জন্য তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানা। এই ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে খবর। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে, তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *