পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: রাত পোহালেই রামনবমী। বেশ কয়েকবছর ধরে রামনবমী উৎসবে পরিণত হয়েছে। মূলতঃ অযোধ্যায় শ্রীরাম মন্দির পুনরুদ্ধার আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। তারপর থেকেই উৎসব পালন। আজ রামনবমী উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার। বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় গঠিত শ্রীরাম নবমী উৎসব সমিতি এই শোভাযাত্রার আয়োজক।
মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠ থেকে সুসজ্জিত প্রায় হাজার তিরিশ মোটর সাইকেল মিছিল সংগঠিত হয়। মিছিলটি টিভি টাওয়ার মাঠ থেকে শুরু হয়ে শহরের অলিগলি হয়ে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় টিভি টাওয়ার মাঠে শেষ হয়। সারা শহর মুড়ে ফেলা হয় গেরুয়া পতাকায়। শোভযাত্রা শান্তিপূর্ণ করতে জেলা পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু যুব সংগঠনের পক্ষ থেকে আশীর্বাদ ভৌমিক, উৎসব কমিটির তরফে শুভাশিস বাড়ুই, মহিলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।