পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: প্রচারে বেরিয়ে এক অন্য ভূমিকায় দেখা গেল আরামবাগ লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পড়ে আরামবাগ লোকসভার মধ্যে। সপ্তাহের প্রথম দিন গরমকে উপেক্ষা করে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী। তবে এই কাঠফাটা গরমে মাঠে ধান কাটছিলেন বেশ কয়েকজন। গাড়ি থেকে নেমে প্রার্থী নিজেই লেগে পড়লেন ধান কাটার কাজে। প্রার্থী শুধু নিজেই নন, ধান কাটার কাজে হাত লাগালেন চন্দ্রকোনার বিধায়কও।
আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই লোকসভা নির্বাচন। দল বেঁধে মাঠে নেমেছে সব রাজনৈতি দল। কখনও দাওয়ায় বসে পাত পেড়ে খাওয়া, আবার কখনও গৃহস্থের ঘরের কাজে হাত লাগানো। তবে এবার কৃষকদের মন কাড়তে অভিনব কৌশল প্রার্থীর। মাঠে নেমে কাস্তে হাতে সোনালী পাকা ধান কাটলেন প্রার্থী। শুধু তাই নয়, এই ধান কাটার কাজে হাত লাগলেন অন্যান্য তৃণমূল কর্মীরাও।
তবে অবশ্য এই কাজকে তেমন গুরুত্ব দেননি প্রার্থী। তিনি বলেন, তিনি একজন কৃষক পরিবারের সন্তান। আর যেহেতু এই গ্রীষ্মের সময়ে মানুষকে রোদে থেকে মাঠে কাজ করতে হয় তাই তাদেরকে সাহায্য করলাম। প্রচারে বেরিয়ে তপ্ত দুপুরে প্রার্থীর এহেন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা টাউনের বিধায়ক অরূপ ধাড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।