TMC, Sujoy Hazra, পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের দলত্যাগী নেতা, কর্মী ও পঞ্চায়েত সদস্যরা দলে ফিরলেন জেলা সভাপতি সুজয় হাজরার হাত ধরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: পঞ্চায়েত ভোটের সময় দ্বন্দ্বের জেরে দল ছেড়েছিলেন তৃণমূলের বেশ কিছু নেতা। কেউ কেউ আবার নির্দলে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সব নেতা-নেত্রী এবং নির্দল পঞ্চায়েত সদস্যদের সম্মান দিয়ে দলে ফেরালো তৃণমূল জেলা নেতৃত্ব। এদিন জেলা সভাপতি সুজয় হাজরার হাত ধরে তারা ফের যোগ দিল ঘাসফুলে।

লোকসভা নির্বাচনের পূর্বে দলের শক্তি বাড়াতে দল থেকে বহিষ্কৃত নেতা ও কর্মীদের পুনরায় দলে ফেরালো তৃণমূল। সোমবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বেশ কিছু বহিষ্কৃত দলীয় নেতা, কর্মী সহ জয়ী নির্দল পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করালো জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা। মূলত গড়বেতা ২ নং ব্লকের শারবৎ ৮ নং অঞ্চলের সভাপতি, মাইনরিটি সেলের ব্লক সভাপতি মনিরুল খান, এসটি সেলের সভাপতি কিষান হেমব্রম, ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি চিন্ময় মাহাত সহ বেশকিছু বহিষ্কৃত তৃণমূল নেতা কর্মীদের এদিন পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয় এবং আবার আগের মতো সংগঠনের কাজ করার নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে। এছাড়াও এদিন গড়বেতা ২ নং ব্লকের দু’জন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন সব মিলিয়ে প্রায় ৫০ জন তৃণমূলে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা।

এদিন যোগদান কর্মসূচিতে সুজয় হাজরা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাঁরা প্রথম থেকে তৃণমূল করেছেন, কিন্তু মাঝে দলের নির্দেশকে তারা মান্যতা না দেওয়ায় দলের রাজ্য নেতৃত্ব তাদের সেই সময় দলের সমস্ত কাজকর্ম থেকে সরিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তারা নিজেদের ভুল ভ্রান্তি বুঝতে পেরে আবার দলে ফেরার অনুরোধ জানায় এবং আগের মতো তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করার কথা জানায়। তাদের সেই অনুরোধ রাজ্য নেতৃত্বের কাছে পাঠানোর পর রাজ্য সভাপতির নির্দেশেই তাদের আবার তৃণমূলের সঙ্গে থেকে কাজ করার সুযোগ দিতে দলে নেওয়া হলো। আজ থেকে সকলেই আবার তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *