পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: কেশপুর ব্লকের ১২ নম্বর অঞ্চলের অন্তর্গত গোটগাড়িয়া এলাকায় ভোট প্রচারে ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে জানলেন তাদের অভাব অভিযোগ। ভোটের দিন কেশপুরে থেকে ভোট পরিচালনা করবেন বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট লুট করতে আসলে ঝাঁটা ও লাঠি দিয়ে তাদের তাড়া করার কথা বলেন। সেই সঙ্গে বিজেপির সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ।
বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে গ্রামের মানুষ কার্যত তাদের অভাব অভিযোগের কথা জানান। সেই সঙ্গে বিগত লোকসভা নির্বাচনে তাদের নিজেদের ভোট দিতে পারেননি বলে অভিযোগ জানান। তাই আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই জন্য প্রার্থীর কাছে অনুরোধ করেন।