পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: ঘাটালে বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পৌরসভার হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া সমগ্র এলাকাগুলি এখন জল মুক্ত। তবে বেশ কয়েকটি অঞ্চলে এখনো জল রয়েছে। বেশ কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র থাকার কারণে অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় চলছে স্বাস্থ্য শিবির।
শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মোট ১১২ জন গর্ভবতী মাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ২২ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। মোট ৫৬ জন মা সন্তানের জন্ম দিয়েছেন। বন্যা সময়কালীন মোট ১৩০ জন সর্প দংশনে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১জনের অবস্থা গুরুতর হলেও বাকি সকলেই বিপদমুক্ত। এলাকায় এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে চলছে ত্রাণ বিতরণ।
আজ ঘাটাল পৌরসভার অন্তর্গত ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের প্রায় তিন সহস্রাধিক বন্যা দুর্গতদের সাংসদ দীপক অধিকারীর নির্দেশে সাংসদ প্রতিনিধি রাম মান্নার উদ্যোগে রান্না করা খাবার পরিবেশন করা হয়। সাংসদ অনুগামীরা যতদিন না জল কমছে এবং অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন ঘাটালের বিভিন্ন স্থানে এই ধরনের সাহায্য ও সহযোগিতা করবে বলে জানান।