SUCIC, Panshkura, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা দুর্গতদের সাহায্যা এসইইসিআইসি- র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে কংসাবতী নদীর বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা জলের তলায় তলিয়ে গিয়েছিল। বন্যার জল অনেকাংশ জায়গা থেকে নেমে গেলেও এখনও বহু জায়গায় বন্যার জল রয়েছে। বাড়ি ঘর ডুবে রয়েছে। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে স্টেশন চত্বর, পাঁশকুড়া শহর এলাকা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। খাবারের সঙ্কট চরমে। প্রশাসনের ব্যর্থতাও চোখে পড়ার মতো।

এই পরিস্থিতিতে এসইউসিআইসি দলের উদ্যোগে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো পাঁশকুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক গরিব পাড়ায়। প্রায় দুই শতাধিক মানুষের হাতে আলু, ডাল, তেল, সাবান, বিস্কুট, মুড়ি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস এবং পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক প্রণব মাইতি।

One thought on “SUCIC, Panshkura, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা দুর্গতদের সাহায্যা এসইইসিআইসি- র

  1. সফল কুমার ঘোষ says:

    এস‌ইউসিআই(সি) দলটি প্রকৃত অর্থে‌ই একটি জনগণের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *