Suvendu, BJP, TMC, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারি পলাতক, কটাক্ষ শুভেন্দুর

আমাদের ভারত, ৩ জুন: “উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার বাসিন্দা নঈম আনসারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নঈম আনসারীকে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে।” মঙ্গলবার এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু অভিযোগ করেছেন, “বহুবার ওনাদের একত্রে ফ্রেমবন্দি হওয়ার ছবি ভিডিয়োতে রয়েছে। পানিহাটি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নঈম আনসারী (নেপালি), আবার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে’র ডান হাত হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে।

বেআইনি অস্ত্র-শস্ত্র উদ্ধারের পর এই মূহুর্তে নঈম আনসারী পলাতক। আমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলবো আপনারা তদন্তের বিষয়ে পানিহাটির বিধায়ক নির্মলবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চিত বিধায়ক নির্মল ঘোষ আপনাদের নঈম আনসারী কোথায় আছে তার খোঁজ দিতে পারবেন। যুব নেতা মনীশ শুক্লা খুনের আসামী, উনিও নাকি ওনার আশ্রয়েই ছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *