Sukanta Majumdar, BJP, পশ্চিমবঙ্গে ৩০টি আসন দিতে পারলে ছয় মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, রানাঘাটের সভা থেকে বড় ঘোষণা সুকান্তর

আমাদের ভারত, ১০ মে: ২৪- এর লোকসভা ভোটে রাজ্যে‌ বিজেপির আসন সংখ্যা বাড়বেই। এমনকি তৃণমূলের থেকে পদ্ম শিবির একটা হলেও আসন বেশি পাবে বলে বার বার দাবি করছেন বঙ্গ বিজেপির নেতারা। এরই মধ্যে বিজেপির প্রার্থীদের হয়ে রানাঘাটের জনসভা থেকে বিজেপির রাজ্য সভাপতি আরো বড় ঘোষণা করলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি যদি ৩০টি আসন পায়, তাহলে ছয় মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন।

শুক্রবার রানাঘাটে বিজেপির সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যান্য সভার মতো এদিনের বক্তব্যে উঠে এসেছিল সন্দেশখালি ইস্যু। তবে আসন পাওয়া নিয়ে সুকান্ত মজুমদার যে দাবি করেছেন সেটা নিয়েই রাজ্য রাজনীতিতে সবচেয়ে গুঞ্জন শুরু হয়েছে।

রানাঘাটের সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, রানাঘাটে আসলে আমাদের জেতার লড়াই নয়। রানাঘাটের লড়াই মার্জিন বাড়ানোর লড়াই। চার লক্ষ মার্জিন বাড়ানোর লড়াই। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবেনা রানাঘাট থেকে জেতার কথা।

তৃণমূল কংগ্রেসের মুকুটমণিকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ওদের যদি নেতা থাকত তাহলে আমাদের বিধায়ককে চুরি করে নিয়ে যাওয়ার দরকার হতো না। এই মুকুটমণি পকেটমানি বা প্যাকেট মানি হয়ে চলে যাবে।”

আজ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করে দেখতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার। উনি তো জয় বাংলা স্লোগান দেন। সেটা তো আসলে বাংলাদেশের শাসক দলের স্লোগান।” একই সঙ্গে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী জানেন, বিজেপি ৩০টি আসন পাবে। তাই ইভিএম নিয়ে বলছেন। হ্যাঁ এটা ঠিক যে এবার একটি আসন হলেও তৃণমূলের থেকে বেশি পাবে বিজেপি।” এরপরেই তিনি দাবি করেন, “বিজেপি ৩০টি আসন পেলে ৬ মাস অপেক্ষা করতে হবে না। তার আগে বিজেপির মুখ্যমন্ত্রী নবান্নে বসবে। আমি কথা দিয়ে গেলাম।”

অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমাদের বিরোধীদের এখন দুটোই পজিশন রয়েছে, নয় জেল অথবা বেল। এখন বেল পেয়েছেন পরে জেলেও যেতে পারেন।”

প্রসঙ্গত, আগামী ১৩ মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রানাঘাটের আসনে। বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন জগন্নাথ সরকার, তৃণমূলের হয়ে প্রার্থী মুকুটমণি অধিকারী, সিপিএম থেকে দাঁড়িয়েছেন অলোকেশ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *