Sukanta, Shashi Panja, Sandeshkhali, কিভাবে মূর্খের মতো কথা বলেন? সন্দেশখালি ইস্যুতে শশী পাঁজাকে কটাক্ষ সুকান্তর, সময় এলেই সব পরিষ্কার হবে দাবি বিজেপি নেতার

আমাদের ভারত, ১০ মে: চতুর্থ দফার ভোটে কৃষ্ণনগরের দলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে
সন্দেশখালি ইস্যুতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে এক হাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে মূর্খ বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। সন্দেশখালি নিয়ে যেসব বিষয়গুলি সম্প্রতি উঠছে সেই প্রসঙ্গে তাঁর দাবি, সময়ের জন্য অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে।

বিজেপি প্রার্থীর হয়ে কৃষ্ণনগরে রোড শো করেন আজ বিজেপির রাজ্য সভাপতি। সেই রোড শো শুরু করার আগে সাংবাদিকদের সন্দেশখালি নিয়ে প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, সময়ের জন্য অপেক্ষা করুন সব পরিষ্কার হয়ে যাবে। ওখান থেকে টাকা আসছে সবাই তা জানে। তৃণমূল নিজেদের দোষ ঢাকতে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। শশী পাঁজা সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি বলেন, তিনি একজন মহিলা এবং রাজ্যের মন্ত্রী হয়ে কিভাবে মূর্খের মতো কথা বলতে পারেন? সেখানে রাজ্য পুলিশ ১৪৪ ধারা বলবৎ করেছে। সেখানকার মহিলারা পুলিশের সামনে আদালতের ধর্ষণের ঘটনার কথা অভিযোগ করেছিলেন। এখানে বিজেপির কোন সম্পর্কই নেই।” তাঁর দাবি, সন্দেশখালির ঘটনা নিয়ে যে নোংরামি চলছে তা সময় এলেই পরিষ্কার হয়ে যাবে।”

প্রসঙ্গত শশী পাঁজা সন্দেশখালির ঘটনায় মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, কেন্দ্রের একাধিক কমিশন আসলে বিজেপি সরকারের হয়ে কাজ করেছে এই ইস্যুতে।”

শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন সুকান্ত মজুমদার। ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়েছিল এই রোড শো। প্রায় ২ কিলোমিটার দূরত্বে ভীমপুর বাজারে শেষ হয় এই রোড শোটি। এই কর্মসূচিতে অসমের মুখ্যমন্ত্রীর থাকার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে সুকান্ত মজুমদারের রোড শোয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি আজ ছিল চোখে পড়ার মতো।

আগামী ১৩ মে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই কারণে শেষ পর্যায়ের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার বিজেপি কিছুটা চমক দিয়ে প্রার্থী করেছেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশের বধূ অমৃতা রায়কে। ফলে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলে মত রাজনৈতিক মহলের একটা বড় অংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *