আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ মে: মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সন্দেশখালির মামলা সিবিআই করছে। কেন শুধুমুধু রাজ্যের মমতা ব্যানার্জির সরকার এর মধ্যে নাক গলাচ্ছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী জানান, বিজেপির কাছে এনআরসি প্রস্তাব না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি এই ইস্যু বানানোর অভিযোগ করেন।
শুক্রবার জগদ্দল বিধানসভার শ্যামনগরে অন্নপূর্ণা কটন মিল ময়দানে বিজয় সংকল্প সভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে যোগদান করে এ কথা জানান। উক্ত সংকল্প সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ছাড়াও ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি সহ একাধিক নেতৃত্ব।