সাথী দাস, পুরুলিয়া, ২৫ জানুয়ারি: “আমি চ্যালেঞ্জ জানিয়ে গেলাম পুরুলিয়ার ৯ টা সিট তুলে নেব। নির্বাচন কমিশনকেও বলে দিচ্ছি তুলে নেব।” পুরুলিয়ার কাশীপুরে দলীয় জনসভা থেকে এই ভাবেই হুঙ্কার দিয়ে গেলেন তৃণমূল নেতা মদন মিত্র। শুধু তাই নয়, জানিয়ে দেন পুরুলিয়ায় বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না।
আজ কাশীপুরের সেবব্রতী মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেন তিনি। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আগাগোড়া বিজেপিকে নিশানা করে আক্রমণ করেন মদন মিত্র। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের বিচারপতির পায়ে ধরে থাকুক বিজেপি। যদি কোনও কারণে সুপ্রিমকোর্টের অর্ডারটা না হতো, তাহলে এত বড় মায়ের লাল বিজেপিতে পয়দা হয়নি যে ২৬ জানুয়ারি লাল কেল্লায় গিয়ে পতাকা তুলতে পারত। কারণ কৃষকরা ঘিরে রেখে দিতো।”
এদিন সভা মঞ্চে আসন্ন বিধান সভা নির্বাচনে তাঁর কৌশল ও পরিকল্পনা নিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “পুরুলিয়া ব্লক করে দেবো ঢুকতে দেব না বিজেপিকে। আগে বলেছিলাম হেলিকপ্টার নামতে দেব না। এবার বলে দিলাম পায়ে হেঁটে পুরুলিয়ার বর্ডার ক্রস করতে দেব না।” বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মদন বলেন, “তোমরা পুরুলিয়াকে মীরজাফর বানাতে চাইছো, আমি মীরজাফর থ্রি বানিয়ে দেব।”
একইসঙ্গে তিনি কর্মীদের অভয় দিয়ে বলেন , “কাশিপুর আর পুরুলিয়ায় নির্বাচন করার জন্য যা যা লাগে আমি মদন মিত্র তোমাদের হাতে পৌঁছে দিয়ে যাবো। কোনো চিন্তা নেই। খেলা হবে, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। দুবার আসব একবার সকালে আর একবার রাতে। কারণ কিছু কিছু জিনিস দিয়ে যাওয়ার আছে। কারণ খেলা হবে, বল ব্যাট ছাড়া খেলা হবে না উইকেটও আছে, খেলা হবে। আমি জানি বাসের চেসিস খুলে কিভাবে মাল পাঠাতে হয় আমি সব জানি। আপনারা মীরজাপুর ৩ দেখুন, কারণ আমার মীরজাপুর ৩ খেলার ইচ্ছে হয় তাই দেখি।”
এদিন কাশীপুরের সভা শুরুর আগে একটি পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস। কাশীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে মদন মিত্র ছাড়াও মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল ছাত্র সংগঠনের নেত্রী জয়া দত্ত, স্থানীয় বিধায়ক স্বপন বেলথরিয়া ও জেলা নেতৃত্ব যোগ দেন।